Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যবিপ্রবিতে এ বছরই ছাত্র সংসদ নির্বাচন: অধ্যাপক আনোয়ার

আক্তার হোসেন, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


ছাত্র সংসদের প্রয়োজনীয়তা তুলে ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেছেন, এ বছরই যবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হবে।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে যবিপ্রবির ডিবেট ক্লাব আয়োজিত ‘স্বাধীনতা দিবস আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জানা যায়, যবিপ্রবি প্রতিষ্ঠিত হওয়ার পর এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি।

এদিকে বক্তব্যের এক পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তাদেরকে একসুতোয় নিয়ে আসার জন্য রিজেন্ট বোর্ডের পরবর্তী সভায় যবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য আইনি বিষয়সহ প্রয়োজনীয় সকল বিষয় চূড়ান্ত করার জন্য একটি কমিটিও করে দেওয়া হবে।

এছাড়া র‌্যায়গিংয়ের বিষয়ে সতর্ক করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, র‌্যায়গিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। র‌্যায়গিংয়ে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না, তার বিচার হবেই। ছোটরা বড়দের সম্মান করবে। বড়রা ছোটদের স্নেহ করবে। কিন্তু কেউ যদি কেউ র‌্যায়গিংয়ের পক্ষ নেয়, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিতর্কের বিষয়ে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, বিতর্কের মাধ্যমে সত্য বেরিয়ে আসে। একজন মানুষ যতই জানুক, সেটা যদি তার চিন্তা-চেতনায় তুলে ধরতে না পারে তাহলে সে জানার কোনো দাম নেই। বিতর্কের মাধ্যমেই একজন তার্কিক নিজেকে যথাযথভাবে তুলে ধরতে পারে। বিতর্কের মাধ্যমেই একজন তার্কিক যতটুকু গভীরে যাওয়ার প্রয়াস প্রয়োজন ততটুকু যেতে পারে। উভয় দলের মধ্যে যুক্তি-পাল্টা যুক্তির মাধ্যমে দ্বন্দ্বের উদ্ভব হয়। কিন্তু দিন শেষে তাদের মধ্যে আবার নিবিড় সম্পর্ক তৈরি হয়। এটা শুধু ডিবেটেই সম্ভব।

তিনি বলেন, যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের অধীনে যে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, আগামীতে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সুবিধাসহ সব ধরনের সহযোগিতা করা হবে। পড়াশোনার পাশাপাশি এ ধরনের সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডকে শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে হবে।

যবিপ্রবি ডিবেট ক্লাবের প্রধান উপদেষ্টা ফরহাদ করিম সৈকতের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: মীর মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবি ডিবেট ক্লাবের সহকারী উপদেষ্টা ফারজানা নাসরীন ও মোহাম্মদ নওশীন আমিন শেখ।

দিনব্যাপী অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা  বিশ্ববিদ্যালয় , রাজশাহী  বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়, খুলনা  বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ এবং খুলনার সরকারি ব্রজলাল কলেজের ১২টি দল এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

Bootstrap Image Preview