Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে ৩ পদে নির্বাচিত প্রার্থী হলেন যারা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসান হাবিব ভোদন নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৬৮ হাজার ২শ' ৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী জাবেদ আলী। তিনি টেলিভিশন প্রতীকে ৪ হাজার ২শ' ৬১ ভোট পেয়েছেন। 

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা অনুকুল কুমার সাহা। প্রাপ্তভোট ৩০ হাজার ১শ' ৯৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রাজ্জাক টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৩শ' ১৮ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রাবেয়া রহমান পলি কলস প্রতীক নিয়ে ৩৭ হাজার ২শ' ৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তহমিনা খাঁন হাঁস প্রতীকে ১৮ হাজার ৩শ' ৩৬ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় মহাদেবপুর উপজেলার ৭০টি কেন্দ্রে সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

Bootstrap Image Preview