Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মদ পান করে মাতলামি করায় গ্রেফতার পেরুর সাবেক প্রেসিডেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৫:৩৮ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মদ পান করে প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে (৭৩) গ্রেফতার করা হয়েছে।

রবিবার ক্যালিফোর্নিয়ার পালো আলটোর এক রেস্তোরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে অল্প সময় পর আলেজান্দ্রোকে ছেড়ে দেয়া হয় বলে খবরে বলা হয়েছে।

সোমবার সান ম্যাটিও কাউন্টি শেরিফ অফিসের নারী মুখপাত্র রোজমেরি ব্ল্যাংকসওয়েড বলেন, টলেডোকে প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে এক রেস্তোরায় গ্রেফতার করা হয়। পরে সোমবার ভোরে তাকে ছেড়ে দেয়া হয়।

ব্রাজিলের নির্মাণকারী প্রতিষ্ঠান ওদেব্রিচট’র সঙ্গে একটি বড় ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিচারের জন্য পেরু কর্তৃপক্ষ টলেডোকে তাদের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন জানিয়েছে।

টলেডোর বিরুদ্ধে ব্রাজিলের ওই কোম্পানির কাছ থেকে ২ কোটি মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। তবে ব্ল্যাংকসওয়েড নিশ্চিত করেছেন যে, টলেডোকে পেরুর কাছে হস্তান্তর করা হবে না।

২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আলেজান্দ্রো টলেডো।

Bootstrap Image Preview