Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং বিষয়ক ১০টি বিশেষ উদ্যোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্র্যান্ডিং বিষয়ক ১০টি বিশেষ উদ্যোগের ব্যাপক প্রচার ও জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে  গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্র্যান্ডিং ১০টি বিষয়ের মধ্যে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিট ক্লিনিং ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা বিষয়ক যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় আলোচনায় অংশ নেন জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম, সহকারী জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সরোজ কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহ-প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সহ-শিক্ষক অনুপম বিশ্বাস, রবীন্দ্রনাথ দাস, হেলেন রানী বিশ্বাস,সীমা বিশ্বাস প্রমূখ।

Bootstrap Image Preview