Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবে সেনবাগের রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

জামশেদুর রহমান, সেনবাগ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ মানিক (৫০) নামে নোয়াখালী সেনবাগ উপজেলার এক রেমিটেন্স যোদ্ধা মারা গেছে।

সৌদির স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) রাতে তিনি ষ্টোক করেন। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মোঃ মানিকের বাড়ি সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত ছায়েদুল হকের ছেলে। তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এর মধ্যে বড় ছেলে তার সঙ্গে সৌদি আরবে কর্মরত রয়েছে।

সেনবাগের অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী ও সমাজসেবক মির্জা সোলেমান পরিবারের সদস্যদের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় সময় ৩টার সময় মানিক ষ্টোক করে মৃত্যুবরণ করে।

এ সংবাদ গ্রামের বাড়িতে পৌছলে শুরু হয় পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। লাশ বর্তমানে হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
 

Bootstrap Image Preview