Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাই চক্রের ১১ সদস্য আটক

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


যাত্রীবেশে চালককে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই চক্রের ১১ সদস্যকে আটক করেছে লালমনিরহাট জেলা পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

তিনি জানান, ৫/৬ জনের একটি ছিনতাই চক্র যাত্রীবেশে অটোরিক্সা ভাড়ায় ঘুরে বেড়ান। পথিমধ্যে চা বিরতি নিয়ে চালককে চায়ের সাথে চেতনানাশক ঔষধের মাধ্যমে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এরপর সেই অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে বিক্রি করে।

গোপন সূত্রে এমন একটি আন্তঃজেলা অটোরিক্সা ছিনতাইকারী চক্রের তথ্য পান জেলা পুলিশ। এ ছিনতাই চক্রটিকে আটক করতে লালমনিরহাট জেলা পুলিশ কুড়িগ্রাম ও রংপুর জেলা পুলিশের সহায়তায় যৌথ অভিযানে এ চক্রের ১১ জনকে আটক করে।

এ সময় আটককৃতদের দেয়া তথ্যে ছিনতাই হওয়া তিনটি অটোরিক্সাও উদ্ধার করে পুলিশ। এ চক্রের আরো কয়েকজনের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় দুইটি মামলায় দায়ের করে মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- মুলহোতা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুলতান বাহাদুর এলাকার আমিনুলের ছেলে আলমগীর হোসেন (২৭), একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম (২২), নজরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন (২৩), লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি এলাকার শের আলীর ছেলে আলমগীর হোসেন (৩৪), একই উপজেলার রতিপুর গ্রামের ধনিয়া মামুদের ছেলে শাহ জামাল (২৩), রংপুর কাউনিয়া উপজেলার নিচপাড়ার আব্দুর জব্বারের ছেলে শফিকুল ইসলাম (৩৭), একই উপজেলার পাঞ্জার ভাঙ্গার আব্দুর রহমানের ছেলে আব্দুল জলিল (৩০), সাবদী গ্রামের জহুরুল হকের ছেলে জাহিদুল ইসলাম (২৭), জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম (২৭), নাজিরদহ গ্রামের নুর ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৭) ও রংপুর শহরের হাবীব নগরের ওসমানের ছেলে পারভেজ (৩১)।

 

Bootstrap Image Preview