Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইউএনও’র অনুমতির বোমা মেশিন বন্ধ করে দিলেন ওসি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview


পাটগ্রাম থানা ভবনের পাশেই ধরলা নদী থেকে ইউএনও’র অনুমতি নিয়ে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ সংক্রান্ত একটি সংবাদ মঙ্গলবার বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশ হলে ওই বোমা মেশিন বন্ধ করে দিয়েছে ওসি।

আজ মঙ্গলবার সকালে পুলিশ পাঠিয়ে ওই বোমা মেশিন বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান পাটগ্রাম থানার ওসি মনছুর আলী। 

সরজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, আইয়ুব কাঠুরীয়া নামে এক ব্যক্তি প্রায় ১ মাস ধরে পাটগ্রাম থানা ভবনের পাশে বুড়িমারী-পাটগ্রাম সড়ক সংলগ্ন ধরলা নদী থেকে ৬ সিলিন্ডারের বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে পাশে একটি পুকুর ভরাটসহ বালুর জমজমাট ব্যবসা করছে। ওই এলাকায় বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পাশে নদী ভাঙ্গন থেকে সড়ক রক্ষার্থে বাঁধসহ এলাকার আবাদী জমি ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে।

এ প্রসঙ্গে গত সোমবার পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, শুনেছি ওই এলাকায় মেশিন দিয়ে বালু উত্তোলনে নাকি ইউএনও’র অনুমতি আছে। পাটগ্রামের ইউএনও আব্দুল করিম জানান, বোমা মেশিন নয়, মূলত শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে।

পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, আপাতত পুলিশ পাঠিয়ে মেশিনটি বন্ধ করে দেয়া হয়েছে। মেশিন মালিকের কাজে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে। 

Bootstrap Image Preview