বন্দর নগরী চট্টগ্রামে অপরাধ নিয়ন্ত্রণে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। নগরীর বিভিন্ন স্থানে এসব ক্যামেরা বসানো হচ্ছে। এর মধ্যে ইপিজেড থানা এলাকার সল্টগোলা মোড় হতে সিইপিজেড গেইট হয়ে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত সর্বমোট ২১টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টায় সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান।
এ উপলক্ষে সিএমপির ইপিজেড থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা বিধান করা প্রয়োজন। তাই অপরাধী সনাক্তে প্রত্যেক বাড়িওয়ালা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেন। একইসাথে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্যে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য নগরবাসীকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সমগ্র মহানগর এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রন করা যাবে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ হামিদুল আলম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতিহা ইয়াছমিন, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর কমিটি, সদস্য সচিব, অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও ইপিজেড থানার ওসি (তদন্ত) মো. ওসমান গনি।