রাঙামাটির বাঘাইছড়ির হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ একাংশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) জনদুর্ভোগের কথা বিবেচনা করে ঘোষিত হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের সভাপতি লোকমান হোসেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাসফায়ারে নির্বাচনী কর্মকর্তা ও আনসার-ভিডিপি সদস্যসহ ৭ জন নিহত ও আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যাসহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার অপসারণের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।