Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যত দ্রুত সম্ভব আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনব: আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview


নিরাপদ সড়কসহ আট দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশেন মেয়র মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে যত দ্রুত সম্ভব সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথাও বলেছেন তিনি।

আজ  বুধবার ১১টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গেটে ‘আবরার আহমেদ ফুটওভার ব্রিজ’-এর উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন মেয়র।

শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘নিরাপদ সড়ক আমাদের সবার দাবি। প্রধানমন্ত্রী এটির ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমরা এ বিষয়ে কাজ করছি। আজকেই আমরা একটি মিটিংয়ে বসব। যত দ্রুত সম্ভব আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনব।’

আতিকুল ইসলাম বলেন, ‘প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে দুই থেকে তিনজন শিক্ষার্থী নিয়ে একটি স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে। তাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে মিটিং করে দুর্ঘটনার সমস্যা চিহিৃত করে সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করা হবে।’

আরও ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে মেয়র বলেন, ‘ঢাকা শহরের দুর্ঘটনা প্রবন জায়াগাগুলো চিহিৃত করে প্রত্যেক জায়গায় ফুটওভার ব্রিজ নির্মাণ হবে।'

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার  মো. আছাদুজ্জামান মিয়া ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য। তারাও শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে ফিরে যাওয়ার আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘আট দফা দাবিগুলোর মধ্যে যেগুলো এক্ষুণি সম্ভব, সেগুলো বাস্তবায়ন করা হবে। আর বাকিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।’ 

Bootstrap Image Preview