পায়রা সমুদ্র বন্দরে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের যোগ্যতানুয়ায়ী ২৭টি ট্রেডে প্রশিক্ষণের অংশ হিসাবে তৃতীয় পর্যায়ে বয়লার, টার্কি, ককরেল ও মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
আজ বুধবার বেলা এগারটায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। এসময় সহকারী কমিশনার (ভ’মি) অনুপ কুমার দাস, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ডরপ’র পরিচালক (অর্থ) হায়দার আলী খান ও প্রশিক্ষণ টিম লিডার জেবা আফরোজসহ প্রশিক্ষণ গ্রহণকারী ৩৫০ সদস্য এবং বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ডেভলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুলাল পুয়র (ডরপ) এর প্রশিক্ষণ টিম লিডার জেবা আফরোজ বলেন, পায়রা সমুদ্র বন্দরের জন্য ক্ষতিগ্রস্থ চার হাজার দু’শ সদস্যকে যোগ্যতানুযায়ী ২৭টি ট্রেডে বিভিন্ন মেয়াদে পর্যঅয়ক্রমে প্রশিক্ষণ প্রদান করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। এসব পরিবাকে পুর্নবাসনের পাশাপাশি এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জীবকায়নের পথ খুঁজে পাবে।