Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সফলভাবে শেষ হয়েছে কাদেরের বাইপাস সার্জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০২:৪৬ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে শেষ হয়েছে। ৩ ঘন্টার মধ্যেই তার জ্ঞান ফিরবে বলে আশা করছেন চিকিৎসকরা। এ সময় ওবায়দুল কাদেরের পরিবার তাঁর সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু হয়।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানিয়েছেন।

এই চিকিৎসক জানান, রক্তচাপ, ডায়াবেটিস ও শারিরীক অবস্থা স্থিতিশীল থাকায় ওবায়দুল কাদেরের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। বাইপাস সার্জারি করছেন ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

Bootstrap Image Preview