Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাককানইবি শাখা উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

নিহার সরকার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কবি নজরুল বিশ্ববিদ্যালয় সংসদ এর চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) বেলা ১২টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কলা ভবনের সামনে জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশনের এর মধ্য দিয়ে সম্মেলন এর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন শেষে একটি র‍্যালি ক্যম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপাচার্য তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক লড়াইয়ে সামনে আরো এগিয়ে যাবে সংগঠনটি যেখানে বাস্তবায়িত হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।

এসময় আরো উপস্থিত ছিলেন- উদীচী কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি আব্দুস সালাম রিপন, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ ঘোষ, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মামুন রনি,সাবেক সাধারণ সম্পাদক গৌতম কুমার দেবনাথ প্রমুখ ।

উল্লেখ্য, বেলা ২টায় কেন্দ্রীয় কনফারেন্স কক্ষে প্রতিনিধি সভার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে । 

 

 

Bootstrap Image Preview