Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে আ'লীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হত্যাকাণ্ডের ঘটনায় থানায় ৬ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২০ মার্চ) নিহতের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি দায়ের করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, বুধবার মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলার ৪ জন আসামিকে মঙ্গলবার ভোরে আটক করেছে পুলিশ। বাদীর দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মামলার আসামিরা হলেন, সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের মানিক মিয়ার ছেলে সেলিম মিয়া, একই গ্রামের আবদুল মোতালেবের ছেলে শাহেনশাহ (২৫), ইসলামপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে সাগর মিয়া (২০) একই গ্রামের আনছার আলীর ছেলে আল আমিন ((৪০),  মৃত সুরুজ মিয়ার ছেলে আবু তাহের (৫৮) ও কাগেরগাঁও গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে শাহনুর মিয়া (৪২)।

এদিকে আসামিদের মধ্যে মঙ্গলবার আটককৃত সেলিম, শাহেন শাহ ও সাগর মিয়াকে থানা পুলিশ ওই হত্যা মাশলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।

উল্লেখ্য,  গত সোমবার রাতে নিহত জয়নাল আবেদীন গ্রামের বাড়ি ইসলামপুর থেকে মঙ্গলকাটা বাজারে যান। পরে সেখান থেকে নিখোঁজ হন তিনি। গতকাল  মঙ্গলবার ভোরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জয়নাল আবেদীনের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়।

Bootstrap Image Preview