Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৮ দফা দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিহার সরকার, জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


ঢাকায় বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরি নিহতের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।

বুধবার (২০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলার মোড়ে এসে ৮দফা দাবি জানায়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো- আবরারের ‘হত্যাকারী’কে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া, সু-প্রভাতের সকল বাস বন্ধ করা, রাস্তায় রাস্তায় চেকিং সিস্টেম বন্ধ করা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্টপেজ রাখা, প্রত্যেক বাস চালকের ছবি এবং লাইসেন্স শো করা, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভারব্রিজ নির্মাণ এবং প্রতিটি জেব্রা ক্রসিংয়ের পাশে সিসি ক্যামেরার ব্যবস্থা করা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর বন্ধুধারায় যমুনা ফিউচার পার্কের সামনে নর্দ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন আবরার আহমেদ চৌধুরী। এর প্রতিবাদে ওইদিনই আন্দোলনে নামে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview