Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে দিনে-দুপুরে অভিনব কায়দায় ছিনতাই

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে দিনে-দুপুরে মেহেনিগার (৫৮) নামে এক নারীর কাছ থেকে ৮০ হাজার টাকা ও মোবাইল সেট অভিনব কায়দায় ছিনতাই করে নিয়ে গেছে এক ছিনতাইকারী। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেইলী ব্রিজের উপড়ে ঘটে এ ঘটনা।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরনিগার তার স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা ও তার চাকরির বেতন উপজেলার সাহেবগঞ্জ সোনালী ব্যাংক শাখা থেকে উত্তলণ করে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথ মধ্যে আত্রাই বেইলী ব্রিজের উপড়ে পৌছালে এক যুবক তাকে উদ্দেশ্য করে বলেন ম্যাডাম আপনার পায়ে ময়লা। সাথে সাথে তিনি ময়লা পরিষ্কার করতে লাগলে ঐ যুবক কৌশলে নারীটির কাছে থাকা ভ্যানেটি ব্যাগের চেইন খুলে ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে বুধবার দুপুরে মেহেনিগার আত্রাই থানায় একটি জিডি করেন।   

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের আটক ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। 
 

Bootstrap Image Preview