জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে "অ আ ক খ স্কুল" সাভার শাখায় বিভিন্ন আনন্দঘন কর্মসূচি পালন করেছে।
১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এ কর্মসূচি পালন করে।
স্কুলের ছাত্রছাত্রীদের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে দিনের প্রোগ্রাম শুরু হয়। জাতীয় স্বৃতিসৌধে নিয়ে ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে শুনানো হয় এবং মহান স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং গুরুত্ব আলোচনা করা হয়।
এরপর খেলাধুলা, নাটক,অভিনয়, কবিতা আবৃত্তি, ছড়া গানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।। সবশেষে স্কুল আঙ্গিনায় বিশেষ দিনের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে।
এ সময় বাচ্চাদের সাথে আনন্দঘন সময় অতিবাহিত করেন টেক্সপ্রেগো কোম্পানির ডিজিএম-এইচ আর, এডমিন ও সিএসআর খন্দকার সালেক, স্কুল পরিচালক ডা. ইশরাত জাহান লামিয়া, ডু সামথিং ফাউন্ডেশনের ট্রেজারার জাকির হোসেনসহ স্কুলের শিক্ষক এবং স্বেচ্ছাসেবকগণ।