Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৯০তম জন্মদিনে ৯০ পাউন্ডের কেক কাটলেন এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview


আজ ২০ই মার্চ নিজের ৯০তম জন্মদিন উপলক্ষে দলের নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে ৯০ পাউন্ডের এক বিশালাকৃতির কেক কাটেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।

আজ বুধবার দুপুরে গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে তার জন্মদিন পালন করা হয়। ৬৫ হাজার টাকার বিশালাকৃতির কেকটি মি. বেকারের বনানী শাখায় অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে।

কেকের ওপর লেখা ছিল, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের শুভ দিনে অনেক ভালোবাসা।’

অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত বক্তব্যে এরশাদ বলেন, ‘দীর্ঘ অত্যাচারে যে জাতি টিকে থাকে সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদেরকেও শেষ করতে পারবেনা।’

নেতাকর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ‘তোমরা দলকে আরও শক্তিশালী করো। ইনশাল্লাহ্ আগামীতে এ জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে যাবে।’

জন্মদিন উদযাপন কমিটির আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

Bootstrap Image Preview