Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৮ মার্চ পর্যন্ত  স্থগিত শিক্ষার্থীদের আন্দোলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১০:২৯ AM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ১০:২৯ AM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাসে নিরাপদ সড়কের আন্দোলন আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের আশ্বাসে নিরাপদ সড়ক আন্দোলন এক সপ্তাহ স্থগিত ঘোষণা দিয়েছেন বিইউপিরি আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (২১ মার্চ) দুপুর নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন বিইউপির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিইউপির আন্দোলনরত শিক্ষার্থী ফয়সাল এনায়েত জানান, মেয়রের কার্যালয়ে মিটিং হয়েছে। সব দাবি তিনি শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন আগামী ত্রিশ দিনের মধ্যে মামলার চার্জশিট দেয়া হবে। দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া সু-প্রভাতের রুট পারমিট স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, আগামী সাতদিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কি কি ব্যবস্থা নিলে সড়ক দুর্ঘটনা কমবে সেগুলো চিহ্নিত করার আশ্বাস দিয়েছেন মেয়র। এছাড়া রাজধানীর স্পটগুলোতে কোথায় কোথায় ফুটওভার ব্রিজ-জেব্রা ক্রসিং প্রয়োজন সেগুলোও চিহ্নিত করা হবে।

ফয়সাল এনায়েত বলেন, ২৮ মার্চ আমরা মেয়র ভবনে বসে দেখব এই সাতদিনে আমাদের দাবি কতটুকু বাস্তবায়ন করা হয়েছে। তারপর সন্তুষ্ট না হলে আবার আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এদিকে, যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে আন্দোলনকারী দেওয়ান রাহাত বলেন, ওখানে (নগর ভবনে) আমাদের ১০ জন প্রতিনিধিদল গিয়েছিল আলোচনায়। তারা সেখানে ব্রিফিং করছে, ঠিক আছে। কিন্তু এখানে সবার সামনে আনুষ্ঠানিক ঘোষণা আসবে, সেটাই চূড়ান্ত হবে। অন্যথায় এখানে আন্দোলনকারীরা মানবে না।

এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিইউপি উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারী, ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলমসহ পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে নদ্দায় সু-প্রভাত কোম্পানির একটি বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন।

এরপর শিক্ষার্থী রাস্তায় নেমে এসে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা আট দফা দাবি ঘোষণা করেন।

সন্ধ্যার ৬টার দিকে আন্দোলন স্থগিত ঘোষণা করে আজ সকাল ৮টা থেকে ফের আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকেও রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Bootstrap Image Preview