Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বর্ণালংকার ও লাখ টাকা নিয়ে চাচাতো ভাইয়ের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১০:৫০ AM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৪:৩১ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের সাথে পালালেন এক আমেরিকা প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ মার্চ) আমেরিকা প্রবাসীর স্ত্রী’র ভাই মেহেদী হাসান কোম্পানীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। জিডি নং-১০৭৪।

জিডিতে তার ভাই উল্লেখ করেন, তার আমেরিকা প্রবাসী ভগ্নিপতি ওমর ফারুক মুরাদের পিতা-মাতা তাদেরকে বিষয়টি জানালে তাদের নিকট আত্মীয় স্বজনের বাড়িতে বহু খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে কোম্পানীগঞ্জ থানায় জিডি করেন।

এ বিষয়ে আমেরিকা প্রবাসীর স্ত্রী’র ভাই মেহেদী হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার বোন ৩৫ ভরি স্বর্ণ ও ১২ লক্ষ টাকা নিয়ে একই বাড়ির আহছান উল্যার ছেলে শেখ ফরিদ (৩৫) সম্পর্কে চাচাতো ভাইয়ের সাথে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মার্চ) সকাল ১০ টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার কথা বলে ব্যবহৃত কাপড়-চোপড়, স্বর্ণালংকার নিয়ে সে উধাও হয়ে যায়। উধাও হওয়া গৃহবধূ নাজমুন নাহার (২২), উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছেলামত উল্যাহ মাঝি বাড়ির একরামুল হকের মেয়ে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান এই ঘটনায় জিডি করার সত্যতা নিশ্চিত করেন।

Bootstrap Image Preview