Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিডিং ইউনিভার্সিটিতে ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

হাসান নিয়াজ, ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন বিবিএ পোগ্রামের গ্রাজুয়েট মউপিয়া সেন। এবারের সমাবর্তন অনুষ্ঠানে মোট চার হাজার ৭৩৪ জন শিক্ষার্থীদেরকে ডিগ্রী প্রদান করা হয়।

বুধবার (২০ মার্চ) দক্ষিণ সুরমাস্থ রাগীবনগরস্থ ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। 

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসেবে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। সমাবর্তন বক্তা ছিলেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

সভাপতির বক্তব্যে এমএ মান্নান গ্র্যাজুয়েটদের বিজ্ঞানমনস্ক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাঙালি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একুশ শতকের উপযোগী জাতিসত্তা হিসাবে বিশ্বের বুকে বাঙালিদের নিজের পরিচয়ে দাঁড়াতে হবে। সেই পরিচয় আমরা তোমাদের মাধ্যমে অর্জন করতে পারবো। নতুন প্রজন্ম হিসেবে, উচ্চশিক্ষিত হিসেবে স্বাধীনতা রক্ষার দায়িত্ব ও মাথা উঁচু করে দাঁড়াবার দায়িত্ব তোমাদের।

এম এ মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদানের উদ্দেশ্য শুধু সনদ প্রদান নয়, মুক্তচিন্তা ও নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও যোগ্যতা অর্জনও এ শিক্ষার উদ্দেশ্য। তিনি অর্জিত শিক্ষাকে দেশমাতৃকার সেবায় কাজে লাগাতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমার বিশ্বাস লিডিং ইউনিভার্সিটি তোমাদের যোগ্য করে তুলেছে। তোমরা নিজেকে উচ্চাসনে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশপ্রেমিক হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে। তোমাদের মধ্যে যে ক্রোধ ও দ্রোহ আছে সেটা দেশের জন্য উৎসর্গ করতে হবে।

আর দেশের সম্মান রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে আবার একাত্তরের মতো দ্রোহী হতে হবে। তিনি বলেন, ভীত সন্ত্রস্ত বাঙালির দিন শেষ। এখন বাঙালি দ্রোহী, মেধাবী ও দূরদর্শী।

সমাবর্তন মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এম আর কবির, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হাই, প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন, সাদিকা জান্নাত চৌধুরী, রাফি হাই ও আব্দুল হান্নান। সমাবর্তন মার্শাল হিসেবে অনুষ্ঠান উপস্থাপনা করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব.) মো: শাহ আলম, পিএসসি।

অনুষ্ঠানে স্বর্ণপদকপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ১৩ কৃতী শিক্ষার্থীকে পদক প্রদান করা হয়। তাদের মধ্যে উপাচার্য স্বর্ণপদক পেয়েছেন মউপিয়া সেন। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪ হাজার ৭৩৪ জন শিক্ষার্থী সনদপ্রাপ্ত হন।

সমাবর্তন মার্শাল হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্টার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক তাহরিমা চৌধুরী জান্নাত।

বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড সোলস। তাছাড়া ছিল ময়মনসিংহের লোকগীতি এবং লিডিং ইউনিভার্সিটির নিজস্ব ব্যান্ড অরফিয়াস এবং ব্যান্ড কমিউনিটির পরিবেশনা।

Bootstrap Image Preview