Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হোটেলে ১৬'শ অতিথির ব্যক্তিগত দৃশ্য ধারণ, গ্রেফতার ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


হোটেল রুমে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে ওয়েবসাইটে বিক্রির অভিযোগে দক্ষিণ কোরিয়ায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই চার জন আদালতে দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেককে ১০ বছর পর্যন্ত জেল, সেই সঙ্গে কয়েক হাজার ডলার জরিমানা করা হতে পারে।

জানা যায়, ছোট আকারের ক্যামেরাগুলো হোটেল কক্ষের টেলিভিশন, চুল শুকানোর হেয়ার ড্রায়ারের হাতল এবং প্লাগের সকেটে অভিনব কায়দায় বসানো হতো, যেন খালি চোখে বোঝা না যায়। অতিথিদের অজান্তে ধারণ করা প্রতিটি ভিডিও থেকে ৬ হাজার ২০০ ডলারের মতো আয় করা হত।

দক্ষিণ কোরিয়ায় পুলিশ জানায়, গত বছরের অগাস্ট মাসে দক্ষিণ কোরিয়ার ১০টি শহরের অন্তত ৩০টি হোটেলে এই মিনি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল। আর এই ভিডিও ধারণের শিকার হয়েছেন প্রায় ১৬০০ অতিথি।

গ্রেফতারকৃত আসামিরা বলেন, গত নভেম্বরে তৈরি করা একটি ওয়েবসাইট গোপনে ধারণকৃত এসব ফুটেজগুলো ছাড়া হত। এ পর্যন্ত ৮০০ এর বেশি ভিডিও ওই ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। ভিডিওগুলোর প্রথম ৩০ সেকেন্ড ফ্রি দেখার সুযোগ পান ইউজারেরা। এরপরের পুরো দৃশ্য দেখতে তাদের অর্থ পরিশোধ করতে হতো।

সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সিটির মুখপাত্র বলেন, এক মিলিমিটার লেন্স ক্যামেরা হওয়ায় অতিথিরা নিজেদের অজান্তেই পর্নোগ্রাফির শিকার হয়েছেন। পুলিশ সংস্থা কঠোরভাবে ও কৌশলী হয়ে অপরাধীদের থেকে তথ্য সংগ্রহের কাজ করছে।

Bootstrap Image Preview