Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলের উদ্বোধনী ম্যাচে টিকিট বিক্রির অর্থ নেবে না ধোনির দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview


২৩ মার্চ দ্বাদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। আয়োজক হিসেবে উদ্বোধনী ম্যাচে টিকিট বিক্রির সংগৃহীত অর্থ কাশ্মীরে নিহত নিরাপত্তারক্ষীদের পরিবারের হাতে  তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

এছাড়াও  ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিষ্ট্রেটর নিহতদের স্মৃতির উদ্দেশ্যে দ্বাদশ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগেই।

এদিকে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ তুলে দেওয়া হবে নিহতদের পরিবারের হাতে। এরপর হামলায় নিহতদের উৎসর্গ করে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির এই উদ্যোগও যথেষ্ট প্রশংসার দাবি রাখে। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম ম্যাচে টিকিট বিক্রির অর্থ পুরোটাই যাবে শহিদের  পরিবারের উন্নয়ন তহবিলে।

Bootstrap Image Preview