নিরাপদ সড়কের দাবিতে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধঘণ্টার এ মানববন্ধন কর্মসূচিতে ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য দেন সৈয়দ সুমাইয়া, রিয়াজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আজ দেশের রাজপথগুলো মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। শিক্ষার্থীরা এর প্রধান শিকার। মৃত্যুমুক্ত রাজপথ ও সড়কের দাবি জানান তারা।