Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিরাপদ সড়কের দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিল থেকে শিক্ষার্থীরা পুলিশ প্রশাসানের কাছে আবরার নিহতের ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপদ সড়কের দাবি করেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা আবরার নিহতের ঘটনাকে তদন্ত করা এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।

এর আগে গতকাল বুধবার একই দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর নর্দ্দা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ছাত্র আবরার আহমেদ চৌধুরী।

Bootstrap Image Preview