Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিরাজের বিরুদ্ধে অভিযোগ !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের আগে টাইগারদের আর ব্যস্ত সময় নেই তাই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বিয়ের কাজটা সেরে ফেলনেন মেহেদী হাসান মিরাজ। আজ ঘরোয়া পরিবেশে বিয়ের কাজ সম্পূর্ণ করেছেন এই ডান হাতি অলরাউন্ডার।

মিরাজের স্ত্রী রাবেয়া আখতার প্রীতি। প্রীতি খুলনার সরকারি বিএল কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তার বাবা পেশায় আইনজীবি।

কিন্তু বিয়ের দিন মিরাজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্থানীয় সংবাদকর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন মিরাজের বাগদানের খবর শুনে সেখানে গেলেও তাদের এড়িয়ে চলা হয়েছে। এমনকি কাউকে কাউকে ছবি তুলতেও দেয়া হয়নি।

ঘরোয়া পরিবেশ কাউকে কিছু না জানিয়ে বিয়ে করবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মিরাজ। বিশ্বকাপের পর অনুষ্ঠান করে সবাইকে জানাবেন বলে জানিয়েছেন তিনি। 

Bootstrap Image Preview