Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অসহায় মাকসুদার চিকিৎসার দায়িত্ব নিল ছাত্রলীগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৯:৫৮ PM

bdmorning Image Preview


ফরিদপুরের অসহায় মাকসুদার (ছোট কুনি) দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। মাকসুদা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।

খোঁজ নিয়ে জানা যায়, মাকসুদা প্রায় তিন বছর ধরে এই সমস্যায় ধুকছে। ক্যান্সারের লক্ষণ ধরা পড়েছে। অপারেশন না হলে ক্যান্সার মারাত্নক রুপ ধারণ করবে। দীর্ঘকাল এই সমস্যায় ভুগলেও অর্থাভাবে তিনি অপারেশন করাতে পারছিলেন না।

মাকসুদার স্বামী অসস্থ। একমাত্র ছেলে শ্রমিকের কাজ করে। তাদের পক্ষে কোনভাবেই মাকসুদার চিকিৎসা ব্যয় বহণ করা সম্ভব হচ্ছিল না।মনেপ্রাণে আওয়ামী লীগকে ধারণ করা মাকসুদা বঙ্গবন্ধু হত্যার পর যে কজন হাতে গোনা কর্মী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে তাদের অন্যতম। গত জাতীয় নির্বাচনের সময়ও নৌকার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঐ সময় ছাত্রলীগের সমন্বয় কমিটি তার আত্মত্যাগ এবং তার রোগের বিষয়টি অবগত হয়।

সম্প্রতি ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যাবতীয় খরচের দায়িত্ব গ্রহণ করেন। তত্ত্বাবধানের জন্য প্রেরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি শেখ স্বাধীন মোঃ শাহেদকে। এ ছাড়া বৃদ্ধার সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব নিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে দায়িত্বরত ডাক্তার মনিরুল জানান, রোগী দীর্ঘকাল ধরে 'জেনিটোওনারী প্রলেপস' সমস্যায় ভুগছেন। এক মাসের বেশি সময় ধরে হসপিটালে ভর্তি থাকলেও অর্থাভাবে তার অপারেশন হচ্ছিল না। এ অবস্থায় তার ক্যান্সারের ঝুকিও ছিল। কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ যোগার করায় আমরা তাকে এখন বাচাতে পারব।

Bootstrap Image Preview