Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলিতে ভারতীয় ট্যাবলেট ও কসমেটিকস পণ্য জব্দ

মোঃ সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলি সীমান্তে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানান বিজিবি।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টায় সীমান্তের সাতকুড়ি এলাকা থেকে মালামালগুলো জব্দ করা হয়।

হিলি মংলা ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে দেশে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও গরু মোটাতাজাকরণ ট্যাবলেট নিয়ে প্রবেশ করেছে। নিজস্ব গোয়েন্দা সূত্রের এমন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও-৭৯৫৬ এর বিজিবি সদস্যরা সাতকুড়ি গ্রামে ওৎ পেতে থাকে।

পরে ঘটনাস্থলে চোরাকারবারীরা আসলে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সেখানে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।

এসময় বস্তাগুলো থেকে ভারতীয় পেরপটিন ট্যাবলেট ১ লাখ ১৪ হাজার পিস, নিউসিপ ট্যাবলেট ২ হাজার পিস, সিজিনটেন ট্যাবলেট ১৪ হাজার ৪শ ২০ পিস, ভারতীয় কসমেটিক্স জনসন বেবি অয়েল ১৩৯টি, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম ৬৬টি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩৯ লাখ ৫৫ হাজার ১'শ টাকা। 

Bootstrap Image Preview