Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় শিক্ষক-কর্মচারীদের চতুর্থ দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


এমপিওভুক্তির দাবিতে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শুক্রবারের (২২ মার্চ) মত রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

গত ১৯ মার্চ তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এতে অংশ নিয়েছেন দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও।

তাদের দাবি, ২০১৮ সালের ৫ই জানুয়ারি চলমান আন্দোলনের সময় এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিলো সরকার। কিন্তু এতদিনেও সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাদের কর্মসূচির কারণে রাস্তা বন্ধ থাকায় প্রেসক্লাবের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

Bootstrap Image Preview