Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দাকে হত্যার হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


সাইলেন্সার লাগানো একটি পিস্তল যাতে সংযুক্ত করা রয়েছে অতিরিক্ত ম্যাগজিন এমন একটি ছবি দিয়ে শিরোনাম দেয়া হয়েছে ‘নেক্সট ইটস ইউ’। ছবির নিচে ক্যাপশন লেখা ‘ইউ আর নেক্সট’।

২০ মার্চ নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে টুইটার থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডের্ন এধরনের হত্যার হুমকি দেয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ বলছে একই ধরনের দুটি ছবি ভিন্ন শিরোনাম ও ক্যাপশনে পাঠানো হয়েছে। তবে হুমকিদাতার কোনো পরিচয় ওই টুইটার বার্তায় ছিল না।

একই দিন বিকেলে ৪৮ ঘন্টার কিছু পরে হুমকিদাতার টুইটার এ্যাকাউন্টটি স্থগিত করা হয়। এর আগে অনেকে এধরনের হুমকির তীব্র নিন্দা জানান এবং তারা সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডের্ন’এর পাশে দাঁড়ানোর সংহতি প্রকাশ করেন।

নিউজিল্যান্ড হেরাল্ডকে পুলিশ জানায়, হুমকিদাতার টুইটার এ্যাকাউন্টে ইসলাম বিদ্বেষি ও উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী মতাদর্শের পক্ষে বেশ কিছু লেখা রয়েছে।

Bootstrap Image Preview