Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিপিএলে বিজয়ের টানা তিন সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৩:৪৫ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন এনামুল হক বিজয়। লিগের পঞ্চম রাউন্ডে আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আমাহনী লিমিটেডের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেন। এর আগে লিগের তৃতীয় রাউন্ড ও চতুর্থ রাউন্ডের সেঞ্চুরি করেছিলেন তিনি। 

আজ আবাহনীর বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে বিজয়ের নেতৃত্বাধীন শেখ জামাল। বিজয়ের সেঞ্চুরিতে (১০২) ও অভিমন্যু ইশ্বরের ৯৬ বল থেকে ৮৫ রানের ইনিংসে ভর বড় রান গড়ে তোলে তারা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩০২ রান করে তারা। বিজয় ও অভিমন্যুর ইনিংস ছাড়া আজ ২৭ বল থেবে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন আরিফুল হক। 

বিজয় আর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নিজের ১২তম সেঞ্চুরিটি তুলে নেন। ১২৫ বল থেকে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১০২ রানে অপুর শিকারে পরিণত হন বিজয়। তার ১২৮ বলে মোকাবেলা করা ইনিংসটিতে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। 

এদিন সেঞ্চুরির পথে থাকা অন্য ব্যাটসম্যান অভিমন্যু চতুর্থ রাউন্ডে খেলেছিলেন ১৩৩ রান ঝকজকে ইনিংস। তবে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে তুলে নেওয়ার আগেই সানজামুলের শিকারে পরিণত হন তিনি। 

Bootstrap Image Preview