Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এলোমেলো পঙক্তিমালা

প্রাচ্য মাহবুব
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


আমি শুধু হাঁটছি এবং হেঁটেই চলেছি
দিন; মাস; বছর হয়ে-
এক আলোক বর্ষ থেকে আরেক আলোক বর্ষ।
এই পৃথিবী থেকে অন্য পৃথিবী।

এখানে কোনও আকাশ নেই
নেই জল; বৃষ্টি অথবা প্রিয়তমার
ভেজা চুলের পানি ছাড়ানোর দৃশ্য!
হাঁটছি শুধুই হাঁটছি-
ভালোবাসার ঋণের দায়ে ঘর পালানো আমি।

এখন আমার কেউ নেই
ঘর নেই, বন্ধন নেই,
ভালোবাসার স্বপ্ন নেই।

কেউ এখন আমায় ভাবে না,
আসলে ভাবার মত কোন স্মৃতি নেই।

চেনা মানুষের কাছে
ফুরিয়ে গেছে সব প্রয়োজন।
অচেনা বিভৎস এই নগরীতে
কৃষ্ণপক্ষের অন্ধকারে
পথের শেষে এসে দাঁড়িয়েছি।

শুধু ভাবছি-
আবার ফিরে কি পাব?
বাবার শাসন; মায়ের বকুনি;
প্রিয়তমার আদর।

Bootstrap Image Preview