Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক আনোয়ারুল হকের জানাজা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৬:৪২ PM

bdmorning Image Preview


ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আনোয়ারুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। আজ বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তারপর বেলা ৩টায় দ্বিতীয় জানাজা হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।   

তিনি ডেইলি স্টারের সাবেক চিফ রিপোর্টার আনোয়ার ভারতে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ডেইলি স্টারে চিফ রিপোর্টার, সিটি এডিটর পদে দায়িত্ব পালন করা এই সাংবাদিক বর্তমানে বিলুপ্ত মনিং সানসহ দেশের বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেছেন। এক সময় তিনি ছিলেন গালফ নিউজের বাংলাদেশ সংবাদদাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আনোয়ারুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

Bootstrap Image Preview