Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৭:০৫ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৭:০৫ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে ইঞ্জিন চালিক ট্রলির চাপায় আসাদুজ্জামান নূর নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কাকনহাট পৌরসভাধীন ডাকনির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের ফারুক হোসেনের ছেলে।

জানা যায়, সড়ক দুর্ঘটনার শিকার আসাদুজ্জামান নূর তার মায়ের সাথে ফুফাতো ভায়ের সুন্নতে খাৎনার বিয়ের দাওয়াতে এসেছিলো। সে দুপুর খাওয়া দাওয়া শেষে ছোট ছোট শিশুদের সাথে খেলাধুলা করছিলো। এক পর্যায়ে রাস্তাপার হতে গেলে ইঞ্জিন চালিত ট্রলির সামনে হঠাৎ পড়ে গেলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানাও ওসি জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাকন ফাঁড়ির ইনচার্জকে আইনি প্রক্রিয়া করতে বলা হয়েছে।

Bootstrap Image Preview