Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে ৩৫ রাউন্ড গুলি ও অস্ত্রসহ আ’লীগ নেতা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


ঘোষণা ছাড়াই ৩৫ রাউন্ড গুলি ও অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম এস এম মজিবুর রহমান। তিনি আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার নেতা বলে জানা গেছে।

শুক্রবার বিকালে ওই নেতাকে বিমানবন্দর থেকে আটক করে এভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক।

এদিকে একের পর এক অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশের ঘটনা কেন্দ্র করে পুরো বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এখন থেকে ঘোষণা ছাড়া কারও কাছ থেকে অস্ত্র বা এক্সপ্লোসিভ পাওয়া গেলেই তাকে আটক করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে গত ১১ মার্চ বিমানে ওঠার আগে ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে আটক করা হয়েছিল।

Bootstrap Image Preview