Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১০:২৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


হবিগঞ্জ সদর উপজেলার পইলে বজ্রপাতে সাদেক মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় গুঙ্গীয়ারজুড়ি হাওরে এ ঘটনাটি ঘটে। নিহত সাদিক মিয়া সদর উপজেলার পইল ফুলবাড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক মিয়া দীর্ঘদিন ধরে হবিগঞ্জ প্রাণ ইন্ডান্ট্রিয়াল পার্কে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় তিনি তার গ্রামের বাড়িতে আসে। বিকেলে গুঙ্গিয়ারজুড়ি হাওরে জমি দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview