Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ইউপি সদস্যকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:২১ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ময়না মিয়া (৬০) নামে এক ইউনিয়ন পরিষদ মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার যাত্রাপাশা মহল্লা এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়না মিয়া নামে ওই মেম্বারকে রাতের আঁধারে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার বাড়ীর পাশে একটি ডোবায় ফেলে যায়। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে এলাকাবাসী জানান। নিহত ময়না মেম্বারের সাথে একই মহল্লার একটি গোষ্ঠীর সাথে বেশ কিছু দিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।

নিহত ময়না মিয়া ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের বিশেষ টিম তৈরি করা হয় এবং সাঁড়াশি অভিযান চালাচ্ছে। আশা করছি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview