Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩৫ যাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview


বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাভেদ আলী (৩৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন যাত্রী।

শুক্রবার (২২ মার্চ) রাত ৮টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার মংলা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে পুলিশ।

মোংলা-রুপসা বাস মালিক সমিতির সদস্য কবির হোসেন জানান, উপজেলার মংলা-খুলনা মহাসড়কে আকস্মিক ঝড়ে একটি বিশাল আকৃতির গাছের বড় ডাল ভেঙে পড়ে। এসময় খুলনার রুপসা থেকে ছেড়ে আসা মংলাগামী যাত্রীবাহী বাসটি পড়ে থাকা ডালটিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন ট্রাক চালক জাভেদ আলী। এছাড়া বাসের চালক মো. রফিকসহ ৩৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

বাগেরহাটের রামপাল থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর বিশ্বাস জানান, আহতদের মধ্যে বাস ও ট্রাক চালকসহ ২০ থেকে ২২ জন খুবই জখম হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Bootstrap Image Preview