Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ১ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সারা আলি খান থেকে মুখ ফিরিয়ে নিলেন সুশান্ত সিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০১:২৩ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০১:২৩ PM

bdmorning Image Preview


বলিউড নতুন জুটি সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের সঙ্গে সম্পর্কটা ভালোই চলছিল। গত বছর অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রেখেছিলেন নবাবজাদি সারা আলি খান। ওই রোমান্টিক ড্রামা তৈরির সময় তাদের মধ্যে বন্ধন দৃঢ় হয়। মুক্তির পরেও তারা পরস্পরের সংস্পর্শে ছিলেন এতো দিন।

বলিউডে অভিষেক হবার বেশ আগেই সারা আলী খান বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছিলেন। ‘কেদারনাথ’ এ অভিনয় করার পর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার ঘনিষ্ঠতাকে কেউ কেউ বলছিলেন সারা নাকি সুশান্তের সঙ্গে প্রেম করছেন।

খবর রটেছিল সুশান্তের ৩৩তম জন্মদিন উদযাপন করার জন্য সারা তার বাড়িতে গিয়ে ডিনার করেছেন। সেসময় প্রেম করার খবর পুরোটাই গুজব, ভুল বলে দাবি করেন সারা। তার কথায়, তারা শুধুই বন্ধু।

তবে এবার গুঞ্জন শুনা যাচ্ছে সারার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সুশান্ত রাজপুত। সারাকে ইন্সটাগ্রামে আনফলো করেছেন সুশান্ত।

এদিকে, ‘সোনু কে টিটু কি সুইটি’ তারকা কার্তিক আরিয়ানের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। কিছুদিন আগে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ বাবার সঙ্গে অতিথি হয়েছিলেন সারা। সেখানেই কার্তিককে ক্রাশ বলে একান্তে সময় কাটানোর ইচ্ছে প্রকাশ করেন সারা। ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল টু’ ছবিতে জুটি বেঁধেছেন সারা-কার্তিক। কয়েকদিন আগে শুটিং সেট থেকে তাঁদের চুমুর ভিডিও ভাইরাল হয়েছিল।

সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে লাভ আজকাল-২ এর শ্যুটিংয়ে ব্যস্ত সারা। সেই শ্যুটিং ফ্লোর থেকে সারা-কার্তিকের চুম্বন ও কাঁধে মাথা রাখার দৃশ্য ভাইরাল হয়। যা নেহায়েত শুটিং ছাড়া কিছু না। তবে এ নিয়েই বেশ জল্পনা-কল্পনা হয়েছে। আর এ জন্যই সুশান্ত এমন কাণ্ড ঘটালেন বলে মনে করছেন দুই তারকার অনুসারীরা।  

তবে সারা এখনও সুশান্তকে ইন্সটাগ্রামের ফলোতে রেখেছেন।

Bootstrap Image Preview