Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রেগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানো হয়েছে। 

শনিবার (২৩ মার্চ) বেলা ১১টার পর থেকে ভোট গ্রহণ কর্মকর্তাদের হাতে এসব সরঞ্জামাদি তুলে দেওয়া হয়। সরঞ্জামাদি নিয়ে কর্মকর্তারা কেন্দ্রে চলে গেছেন। সঙ্গে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতায়াক্কিল রহমান জানান, জেলার শিবগঞ্জ, ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় তৃতীয় ধাপে ভোট গ্রহণ হতে যাচ্ছে। চার উপজেলায় ৩২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোট কেন্দ্র গুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১ হাজার ১০০ জন পুলিশ, ১০০ জন র‌্যাব, ৩১৪ জন বিজিবি ও ৪ হাজার আনসার সদস্য।

চার উপজেলায় মোট ভোটার রয়েছে ৭ লাখ ৯৩ হাজার ১৮৩ জন। এদিকে সকালে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের সুষ্ঠু ভোট গ্রহণের নির্দেশনা দেন।

Bootstrap Image Preview