Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধায় রাফাত জলীল কল্যাণ ট্রাস্ট তিস্তা তীরবর্তী হতদরিদ্র অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন।

শনিবার (২৩ মার্চ) দুপুরে ওই উপজেলার ঠ্যাংঝাড়া রাফাত জলীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

উক্ত কল্যাণ ট্রাস্টের সভাপতি ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলীল, ইউএনও সামিউল আমিন, জেলা প্রাথমিক অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান আলী, সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর ও স্থানীয় আওয়ামী লীগ সম্পাদক সাহেব মোস্তাজির। 


 

Bootstrap Image Preview