Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাসী হামলার পর আল নুরে প্রথম নামাজ পড়লেন মুসল্লিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৫:৪৮ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৫:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ক্রাইস্টচার্চের শ্বেতাঙ্গ বর্ণবাদীর হামলার পর সেখানকার মুসলমানরা শনিবার প্রথমবারের মতো নামাজ আদায় করলেন। কাজেই দিনটি ছিল সেখানকার লোকজনের জন্য খুবই আবেগী।

সপ্তাহখানেক আগে দুটি মসজিদে বর্ণবাদী শ্বেতাঙ্গের হামলায় অর্ধশত মুসল্লি নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পর নিউজিল্যান্ড স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে।-খবর এএফপির

অস্ট্রেলীয় বর্ণবাদীর হামলার ঘটনায় তদন্তের জন্য আল নুর মসজিদের দায়িত্ব নিয়েছিল পুলিশ। এরপর শনিবার থেকে মুসলমানরা সেখানে ফিরতে শুরু করেছেন। জোহরের নামাজের সময় ছোট একদল মুসল্লিকে মসজিদটিতে প্রবেশের সুযোগ দেয়া হয়।

আল নুরের স্বেচ্ছাসেবী সাইয়েদ হাসান বলেন, আমরা ১৫ জনের একদল মুসল্লিকে নামাজের সুযোগ করে দিয়েছি। যাতে কিছুটা স্বাভাবিক অবস্থায় সবাই ফিরতে পারেন। তবে এখনই পুরোপুরি খুলে দেয়ার পরিকল্পনা নেই।

প্রকৌশলী হুজেফ বলেন, লোকজনের শরীরে যে গুলি ছোড়া হয়েছে, তা আমি অনুভব করতে পারি। গুলি লাগা লোকজনের শরীর বেয়ে যে রক্ত ঝরেছে, তার ব্যথা আমি বুঝতে পারি।

Bootstrap Image Preview