Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগামী ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রভাব হারাবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৯:৪৮ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৯:৪৮ AM

bdmorning Image Preview


আগামী ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রভাব হারাবে বলে দেশটির বেশিরভাগ নাগরিক মনে করেন। এমন তথ্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে।

শনিবার (২৩ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম পার্সটুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রের ১০ জনের ছয়জন মনে করেন যে আগামী ৩০ বছরের মধ্যে দেশটি বিশ্বের কম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সব বর্ণ ও গোত্রের মানুষ এমনটি মনে করেন। তবে শ্বেতাঙ্গ ও তুলনামূলকভাবে বেশি শিক্ষিত মানুষদের মধ্য এই ধারণার ব্যাপক বিস্তার ঘটেছে।

দেশটির ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ও সমর্থকদের ৬৫ শতাংশ এই ধারণা পোষণ করছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির সদস্য ও সমর্থকদের মধ্যে ৫২ শতাংশ মনে করছেন ২০৫০ সালে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র।

দেশটির অনেক নাগরিক মনে করেন এই সময়ে বিশ্বে প্রভাব বাড়বে চীনের। এছাড়া আগামী ৩০ বছরের মধ্যে দেশটি যুক্তরাষ্ট্রকে অবশ্যই ছাড়িয়ে যাবে এমনটিও মনে করছেন অনেকে।

যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যৎ, জাতীয় ঋণ এবং স্বাস্থ্যখাতে ব্যয়ের বিষয়ে দেশটির জনগণ খুবই হতাশ বলেও দেখা গেছে এই জরিপে।

Bootstrap Image Preview