Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় ভোটগ্রহণ শুরু

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১০:০৬ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১০:২২ AM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতক্ষীরার সাত উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। 

রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সাতক্ষীরার সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলায় মোট ১৫ লাখ ৬০ হাজার ৬৫০ জন ভোটার ৫৯৭টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, জেলায় সবধরনের নির্বাচনী সহিংসতা রক্ষায় ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এছাড়া ৫৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি আরো বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোন মূল্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

Bootstrap Image Preview