Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যক্তিগত মাইলফলকে কোহলিকে পেছনে ফেললেন রায়না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview


শনিবার আইপিএল দ্বাদশ আসরে উদ্ধোধনী ম্যাচে মাঠে নেমেছিল চেন্নাই ও বেঙ্গালুরু। এদিন ৭ উইকেটে বড় জয় দিয়ে আসর শুরু করেছে ধোনির চেন্নাই। এই ম্যাচেই চেন্নাইয়ের হয়ে অনন্য মাইলফলক স্পর্শ করেছেণ সুরেশ রায়না।

১১ তম আসর পর্যন্ত খেলে ৪৯৮৫ রানে থেমে ছিলেন তিনি। ৫০০০ রান স্পর্শ করতে মাত্র ১৫ রান দরকার ছিল তার। ব্যাঙ্গালুরুর ৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১ বল খেলে দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে এমএম আলীর বলে উইকেটকিপার শিভাম দুবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগেই আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলেন সুরেশ রায়না।

এদিকে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শের অপেক্ষায় ছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ৫২ রান করে ফেললে কোহলিই আগে এই রেকর্ড করতে পারতেন। প্রথমে ব্যাট করায় তাঁর কাছে সেসুযোগ এসেও গিয়েছিল। কিন্তু তিনি মাত্র ৬ রান করেন এদিন। তাই রায়নার কাছে এক রকম পরাজীত হলেন কোহলি। 

Bootstrap Image Preview