Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকালে সাকিবদের প্রতিপক্ষ কলকাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


ইডেন গার্ডেন্সে রবিবার আইপিএলের এই মৌসুমে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। গতবছরে এই সানরাইজার্সের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল কলকাতাকে। আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪.৩০ মিনিটে।

দুটি দলই এবারও প্লে অফে খেলার ব্যাপারে ফেভারিট এবং আত্মবিশ্বাসীও। দুই দলের স্পিন আক্রমণই দারুণ শক্তিশালী। ইডেনের স্লো পিচে দুই দলই ফায়দা তুলতে পারে। ইডেনে কম স্কোরের খেলা হবে বলে মনে করা হচ্ছে। কেকেআরের হয়ে লকি ফার্গুসন ও প্রসিদ্ধ কৃষ্ণ জোরে বোলিং শুরু করতে পারেন। এর পর থাকবেন সুনীল নারিন, কুলদীপ যাদব, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলারা।

গতবছরে কেকেআর সুনীল নারিনকে ওপেনিংয়ে খেলিয়েছিল বেশ কয়েকটি ম্যাচে। এবারও কি তিনি ওপেন করতে যাবেন ক্রিস লিনের সঙ্গে? এই প্রশ্ন রয়েই গিয়েছে। শুভমান গিল, নীতীশ রানা, রবীন উত্থাপারা কেমন খেলেন তার ওপরে নির্ভর করবে মিডল অর্ডার।

হায়দরাবাদের দিক থেকে দেখলে ডেভিড ওয়ার্নারের মাঠে ফেরাই সবচেয়ে বড় খবর। ঘটনা হল হায়দরাবাদ দলে ভালো বিদেশি খেলোয়াড় বেশি রয়েছে। কেন উইলিয়ামসন এই ম্যাচে মাঠে নামলে জনি বেয়ারস্টো ও সাকিব আল হাসানের মধ্যে কাউকে বসতে হতে পারে। কারণ ডেভিড ওয়ার্নার ও রশিদ খান খেলবেনই। এছাড়া ইডেনে ঘরের মাঠে কেকেআর এর বিরুদ্ধে চোট সারিয়ে মাঠে নামবেন ঋদ্ধিমান সাহাও।

Bootstrap Image Preview