Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোদিকে ১১১ কৃষকের চ্যালেঞ্জ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview


ভারতে লোকসভা নির্বাচন আসন্ন। এই নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর অন্তত ১১১ জন কৃষক এই কেন্দ্র থেকে মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন।

সম্প্রতি তামিলনাড়ুর কৃষকরা নিজেদের বিভিন্ন দাবি নিয়ে  দিল্লিতে টানা ১০০ দিন বিক্ষোভ করেন। এবার ভোটের ময়দানে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন তারা।

তামিলনাড়ুর কৃষক নেতা পি আয়াকান্নু জানিয়েছেন, বারাণসীতে প্রার্থী হবেন রাজ্যের ১১১ জন কৃষক। তবে বিজেপির নির্বাচনী ইশতেহারে তাদের দাবি মেনে নেয়া হলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। 

এর মাধ্যমে বিজেপিকে বার্তা দেয়া হবে বলে জানান আয়াকান্নু। তিনি বলেন, কৃষকদের প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি।

Bootstrap Image Preview