Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ দাবায় বাংলাদেশের ১৬ বছরের ফাহাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করলেন ১৬ বছর বয়সী বাংলাদেশের ফাহাদ রহমান। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ দাবায় এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

গেল শনিবার (২৩ মার্চ) ঢাকায় অনুষ্ঠেয় বাছাইয়ের ওপেনে চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপ দাবায়ের নিজের জায়গা করে নেন ফাহাদ। ফাহাদ ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জিতেন। এদিন বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মাস্টারের খেতাবও অর্জন করেছেন এ ফিদে মাস্টার।

চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিক্রিয়ায় ফাহাদ রহমান বলেছেন, আমি সেরা তিনজনের মধ্যে থাকতে পারবো সে আত্মবিশ্বাস ছিল। অষ্টম রাউন্ডে রাকিবের বিরুদ্ধে জয়টাই আমাকে অনেক এগিয়ে এনেছিল। আমি বিশ্বকাপেও ভালো করতে চাই।

Bootstrap Image Preview