Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালিতে ২ গ্রামে বন্দুকধারীর হামলায় নিহত ১৩৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


পশ্চিম আফ্রিকার দেশ মালির দুটি গ্রামে হামলা চালিয়ে বন্দুকধারীরা অন্ততপক্ষে ১৩৪ পশুপালককে হত্যা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার ডনজো শিকারীদের ঐতিহ্যগত পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালিয়েছে বলে জানিয়েছেন নিকটবর্তী শহর বানকাসের মেয়র মুলাই গুইন্দো, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তিনি জানান, প্রায় ভোর ৪টার (স্থানীয় সময়) দিকে হামলাকারীরা ওগোসাগু গ্রামের চারদিক ঘেরাও করে হামলা শুরু করে।   এরপর তারা নিকটবর্তী আরেক ফুলানি গ্রাম ওয়েলিংগারাতেও হামলা চালায়। 

ওগোসাগু থেকে টেলিফোনে গুইন্দো রয়টার্সকে বলেন, “গ্রামপুলিশরা এ পর্যন্ত ১৩৪টি মৃতদেহ খুঁজে পেয়েছেন।” 

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরাও রয়েছেন।

ওগোসাগুর নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, গত সপ্তাহে চালানো এক হামলায় ২৩ সৈন্য নিহতের দায় শুক্রবার স্বীকার করেছে আল কায়েদার অনুগত একটি গোষ্ঠী, তার জেরেই এ হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে।

সেনা হত্যার দায় স্বীকার করে ওই গোষ্ঠীটি বলেছিল, ফুলানি গোষ্ঠীর বিরুদ্ধে মালির সেনাবাহিনী ও মিলিশিয়াদের সহিংসতার জবাব ওই হামলা। 

স্থানীয় বিভিন্ন নৃগোষ্ঠী ও জঙ্গিগোষ্ঠীর সহিংসতায় মালির কেন্দ্রীয় অঞ্চলের পরিস্থিতি নাজুক হয়ে উঠছে। এই সহিংসতা পশ্চিম আফ্রিকার পুরো সাহেল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে। এসব সহিংসতায় গত বছর কয়েকশ লোক নিহত হয়েছিল।

হানাহানির সমাধান খুঁজতে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি মিশন মালি পরিদর্শন করেছে। তার মধ্যেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলার এ ঘটনাটি ঘটল।

Bootstrap Image Preview