Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলের প্রথম ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করলেন ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলের নিজেরদের প্ররথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ওপেনিংয়ে ৮৫ রানের  বিধ্বংসী এক ইনিংস খেললেন ডেভিড ওয়ার্নার। 

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ওয়ার্নার ৩২ বলে হাফ-সেঞ্চুরি করেন।  এটা তাঁর আইপিএলের ৩৭তম ফিফটি।

এখানেই শেষ নয় দলের দায় ভার একাই কাঁধে নিয়ে নাইট রাইডার্সের বোলারদের বিপক্ষে লড়াইয়ে চালিয়ে যেতে থাকেন। ৫৩ বলে নয় চার ও তিন ছক্কায় ৮৫ রান করেন তিনি। 

তাঁর রানে ভর করে ১৮১ রান করতে সক্ষম হয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশঃডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীষ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, বিজয় শঙ্কর, রশীদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দ্বীপ শর্মা।

কলকাতা নাইট রাইডার্স একাদশঃদীনেশ কার্তিক (ক্যাপ্টেন), রবিন উথাপ্পা, ক্রিস লিন, নীতিশ রানা, শুভমান গিল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, লোকি ফার্গুসন।

Bootstrap Image Preview